বউজান <66> কনসার্ট শেষে মাত্রই sound effects free download
0 Downloads
9 hours ago
16 seconds
About বউজান <66> কনসার্ট শেষে মাত্রই Mp3 Sound Effect
বউজান <66> কনসার্ট শেষে মাত্রই বাড়িতে ফিরেছে Taehyung আজকের কনসার্ট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। কোন সন্দেহভাজন কাজও চোখে পড়েনি। হয়তো আগেরবার ধরা পরায় এবার আর ঝামেলা বাধায়নি তারা।কনসার্ট শেষ করে Taehyung বাড়িতে ফিরেছে রাত দুইটার দিকে। এত রাতে ফিরেছে তবুও নিজের রুমে শুতে যায়নি। মন টানছিলো না মন মস্তিষ্কে সারাক্ষন Yn ঘুরে বেড়ায় অশান্তি লাগে। তাই একটু শান্তির জন্য ডায়েরি আর কলম টা নিয়ে বসেছিলো মিউজিক রুমে গান লিখতে। কিন্তু অবুঝ মন বসে বসে লিখে ফেললো আস্ত এক কবিতা। নিজের লেখা এমন কবিতায় নিজেই থমকায় Taehyung মনের সাথে তার লেখা কবিতাটা কি সুন্দর ভাবেই না মিলে গেলো। এজন্যই বলে প্রেমে পড়লে মানুষ কবি হয় জটিল অসুখ জরানো রোগী হয়। এ রোগ কি সহজে ধরা দেয় দেয় না। নিজেদের বুঝে নিতে হয় এই রোগ। আবার নিজেদেরকেই এর নিরাময়কারী ওষুধের খোজ করতে হয়। এইযে Taehyung যে তার রোগটা সহজে ধরতে পারছে না। বা বলা চলে ধরতে গিয়েও ধরছে না। দুরে ঠেলে দিচ্ছে সবকিছু।অনুভুতিদের তো একবার দুরে ঠেলা যায়, দুইবার যায়, তিনবার যায় কিন্তু বারবার! বারবার কি তাদের দুরে ঠেলা যায় যায় না৷ Taehyung তাদের এতবার দুরে সরিয়ে দেওয়া সত্ত্বেও তারা এসে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরছে তাকে। এখন নিজের উপরেই তিতিবিরক্ত সে। সবকিছুর মিল মিশেলে নিজেকে পাগল মনে হয়। Taehyungর বুঝে আসে না যে এই কয়টা দিনে কেউ কারো ঘৃণা থেকে কি করে ভালোবাসায় পরিনত হতে পারে এটা কি আদোও সম্ভব হয়তো সম্ভব। কিন্তু কিভাবে! কাউকে ভালোবাসার জন্য একটা কারন তো অন্তত লাগে কিন্তু Taehyungর কাছে তো কোন কারন নেই তাহলে... নিজেকেই নিজের মনে প্রশ্ন করলো সে। আবার ভেতরের অদৃশ্য আত্মাটা উত্তর হয়ে এলো বললো, "ভালোবাসতে কারন লাগে না। কারন দিয়ে ভালোবাসলে তো ওটা ভালোবাসা হয় না। তাহলে তুই কেন কারন খুচ্ছিস তুই ভালোবাসিস তোর অন্তর কাঁপে তোর খালি খালি লাগে তোর হৃদয় পুড়ে তোর মন বেহায়া হয়" Taehyungর মন থেকে উত্তর আসলো হ্যাঁ অন্তর কাপে শূন্য শূন্য লাগে, হৃদয়ও পুড়ে, বেহায়া তো হচ্ছিই... অদৃশ্য আত্মাটা আবার বলে, - তাহলে আর কি কারন চাই এই কারন গুলো কি যথেষ্ট নয় অনুভুতি বোঝার জন্য... Taehyung দীর্ঘ শ্বাস নিলো। হতাশ ভঙ্গিতে ছাড়লো শ্বাস। হার মেনে নিলো হয়তো আর কতদিন এমন যুদ্ধ করবে নিজের সাথে স্বীকার কি করবে না কখনো অবশ্যই করবে। করতে হবে স্বীকার। নয়তো প্রতিটা মুহুর্তে নিজের সাথে নিজের যুদ্ধ চলবে তার মাঝে। এর চেয়ে ভালো আত্মসমর্পণ করা। ভালো যখন বেসেছে তখন স্বীকার করতে ক্ষতি কি... _ গুনে গুনে পেরিয়ে গেছে ছয়টা দিন। আজ রবিবার Jinর বিয়ে। বিয়ের জন্য বড় একটা কমিউনিটি সেন্টার বুক করা হয়েছে। Yn দের বাড়ির সামনে কালো একটি গাড়ি দাঁড় করানো ভেতরে ড্রাইভিং সিটে Taehyung বসা এবং তার পাশের সিটে বসা Jungkook দুজনেই ফর্মাল লুকে এসেছে। Taehyungর পরনের সবকিছু কালো। কালো প্যান্ট কালো শার্ট তার উপর কালো কোট Jungkookরও একই সাজসোজ্জা।এমন সাধারন লুকেও দুইভাইকে অস্থির লাগছে.... কিছুক্ষনের মধ্যে ভেতর থেকে বেড়িয়ে এলো Yn, Yn2 এবং প্রান্ত। প্রান্ত Taehyung দের সাথেই এসেছে। সে এসেই Yn দের ডাকতে চলে গেছিলো ভেতরে এখন Ynর হাত ধরে লাফিয়ে লাফিয়ে আসছে। Taehyung এক ফাকে গাড়ি থেকেই তাকালো জানালার বাইরে। আচমকা চোখ গিয়ে বার্তালো এক রমনীর দিকে। সেথায় তাকিয়ে আটকে গেলো চাওনি থমকে দাঁড়ালো হৃদস্পন্দন। কাকতালীয় ভাবে আজ তারা দুজনেই ম্যাচিং ড্রেস পড়ে আছে। Taehyungর পরনে কালো সুট বুট আর Ynর পড়নে কালো একটা শাড়ী। ফর্সা মেয়েদের বোধহয় কালোতে একটু বেশিই মানায়। Taehyung তো চোখই ফেরাতে পারছে না।মুখে কিন্তু তার তেমন কোন প্রসাধনীও নেই। তবুও কত স্নিগ্ধ কত মায়াবী লাগছে তাকে এরকম নিষ্পাপ কোমল দেখতে মেয়েটাকে Taehyung এত অবহেলা করে! সে তো এরকম অবহেলা পাওয়ার যোগ্য নয়। ভাইয়ের মতো করে চোখ আটকে গেছে Jungkookরও আজ কি সব কাকতালীয় ভাবে হয়ে গেলো! Jungkook ও সব ব্ল্যাক পড়েছে Yn2 ও কালো রংয়ের একটা লেহেঙ্গা পড়েছে সাথে মুখে সুন্দর করে মেকআপ করেছে। প্রাইমার থেকে হাই লাইটার কোন কিছুই বাদ রাখেনি বোধহয়। এমনিতেও Yn2 সুন্দর মানুষ তার উপর তার এমন সাজে আরো সুন্দর লাগে চোখ ধাধানো সৌন্দর্য যাকে বলে। এতদিন পর চোখের সামনে তার Yneei কে দেখে হৃদয়ে শান্তি অনুভব হলো বোধহয়... Yn2 -Yn দুইবোন কোনরকম কথাবার্তা ছাড়াই গাড়িতে উঠে বসলো। সাথে প্রান্তও ওদের সাথে বসলো। Yn2 একবার Jungkookর সাথে কথা বলতে চাইলো কিন্তু বললো না Taehyungর জন্য। ওই টপিকটা এখানে না উঠানোই বেটার। তাই চুপ রইলো। Jungkook ও তেমন কোন আগ্রহ দেখায়নি Yn2র সাথে কথা বলার জন্য প্রায় ২৩, ২৪ দিন হয় Jungkook Yn2র সাথে কোন কথা হয় না। দেখা হয় না। ছেলেটা কেমন ছিলো এই কদিন শুধু সে-ই জানে। আজ তাকে দেখেও শান্তি কথা বলার প্রয়োজন নেই... #foryou #foryoupage #taehyung #taehyungff #fypবউজান <66> কনসার্ট শেষে মাত্রই Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality বউজান <66> কনসার্ট শেষে মাত্রই Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.