ব‌উজান <63> রাগে বিছানায় ছুড়ে sound effects free download

By taehyung_jerin

0 Downloads

3 days ago

16 seconds

taehyung_jerin Sound Effects

About ব‌উজান <63> রাগে বিছানায় ছুড়ে Mp3 Sound Effect

ব‌উজান <63> রাগে বিছানায় ছুড়ে মারে Yn কে। আর কোন বাক্য ব্যায় করলো না। প্রশ্ন করলো তবে উত্তরের আশায় রইলো না। ওকে রেখেই হনহন করে বেরিয়ে গেলো রুম থেকে... Yn বিছানায় বসেই স্তব্ধ তাকিয়ে রয় Taehyungর যাওয়ার পথে। বিমূঢ় হয়ে ওভাবেই বসে রইলো কিয়ৎক্ষণ। চোখে আবছা জল Taehyungর কথাগুলো এখনো কানে ঝংকার তুলছে। কি বলে গেলো সে ব্যাথা করে বুকে কেন করে বক্ষপটে তো Ynরও ভীষন ব্যাথা। সেটা তো তার ভালোবাসার জন্য। কিন্তু Taehyungর! তার বক্ষ পাঁজরে কিসের ব্যাথা .. _ Taehyung ক্ষিপ্র গতিতে নিচে নামছে। পূর্নতা তার নামার শব্দ পেয়েই বেড়িয়ে এলো রুম থেকে।ততক্ষনে Taehyung ডয়িংরুম পেরিয়ে সদর দরজার কাছে পৌছে গেছে প্রায় । তিনি পেছন থেকেই হাক ছুড়লেন। y/m - Taehyung কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে যা বাবা। কি হয়েছে... কে শুনে কার কথা। সে তার নিজের মতো করে চলে গেলো এখান থেকে। পূর্নিমার মাথায় ঢুকলো না হঠাৎ হলোটা কি। এক্ষুনি তো আসলো আবার এখনই চলে যাচ্ছে... _ গভীর অমানিশায় ঢাকা রাস্তা। দূরে থাকা নিয়ন বাতির আলো খুব একটা কাজে দিচ্ছে না। অন্ধকারই হয়ে আছে জায়গা টা। রাস্তার মাঝেই একটা কালো গাড়ি দাঁড় করে রাখা। গাড়ির ভেতর Taehyung বসা। সিটে মাথা এলিয়ে দুচোখ বুজে আছে এতক্ষণের রাগত্ব মেজাজটা আপনাআপনিই শান্ত হয়ে আসছে। এখন রাগ বর্তাচ্ছে গিয়ে নিজের উপর একদন্ডও রাগ ছাড়া কাটাতে পারে না। কথায় কথায় ছ্যাৎ করো উঠে। কি দরকার ছিলো Ynর সাথে ওমন ব্যাবহার করার। সুন্দর মতো বললেই তো হতো। গেলো কি করতে করে আসলো কি। সম্পর্ক আরো বিগড়ে দিলো। এখন বুকের মাঝে যে কি নিদারুন ব্যাথা হচ্ছে তা সহজেই বুঝে আসছে তার... Ynর ইগনোরেন্স হয়তো বেশি কষ্ট দিচ্ছে। আজ মনে হচ্ছে Ynর জায়গায় ও নিজে দাঁড়িয়ে আছে। সব কেমন বিষাদময় লাগছে। পুড়ে যাচ্ছে ভেতরের সবকিছু। এই পোড়া অনুভুতির কি নাম দেওয়া যায় ভালোবাসা! নিজের ভাবনাতেই আঁতকে উঠলো ছেলেটা বরাবরের মতো এড়িয়ে যেতে চাইলো অনুভুতির দাবানল কিন্তু পারলো না। ভেতরে একই সুর বেজে যাচ্ছে কেন বারবার... _ স্নিগ্ধ সকালের ঝলমলে রোদ। সোনালি সূর্য শিখা সরাসরি এসে পড়ছে ছাদের উপর হালকা রোদে মিষ্টি বাতাসের মাঝে ছাদের কার্নিশ ঘেঁষে দাড়িয়ে আছে Taehyung হাতে আধপোড়া সিগারেট। চুলগুলো অগোছালো হয়ে পরে আছে কপাল জুড়ে। সূর্যের সোনালি রশ্মিতে বহ্নিশিখার ন্যায় জ্বলজ্বল করছে কালো চুলগুলো চোখদুটো আনমনে পরে আছে অদূরের রাস্তার পারে। সেখানে দুটো নেড়ি কুকুর একবার ঝগড়া করছে। একে অপরের উপর ঘেউ ঘেউ করে উঠছে তো আবার মিশে যাচ্ছে দুজন। একে অপরের শরীরের ঘ্রান নিচ্ছে। জিভ দিয়ে লেহন করছে Taehyungর সকল মনোযোগ সেই প্রানী দুটির উপর... হঠাৎ ছাদের দরজার কাছে থেকে ভেসে এলো Jungkookর আওয়াজ, Jk - Taehyung ভাই! নিচে বড়মা তোমাকে ডাকছে Taehyung আস্তে ধীরে পেছনে ঘুরলো। সিগারেটটাও প্রায় শেষের পথে। জলন্ত সিগারেটে আরো একটা টান দিলো সেটাকে ফেলে পায়ের নিচে পিষে ফেললো। মুখ থেকে একগাদা ধোয়া উড়িয়ে দিলো আকাশে নিকোটিনের সেই সাদা ধোয়া মিলিয়ে গেলো হাওয়ায়।সে গম্ভীর স্বরে ছোট্ট করে ডাকলো Jungkook কে বললো, Tae - এদিকে আয় Jungkook দরজাতেই দাড়িয়ে ছিলো। ছেলেটা ইদানীং একেবারে চুপচাপ হয়ে গেছে। চোখ মুখের দিকে তাকানো যায় না। যেন এই বয়সেই ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। ভাইয়ের আদেশ শুনে চটপট এগিয়ে গেলো Taehyungর কাছে সামনে গিয়ে দাড়াতেই Taehyung প্রশ্ন করলো তাকে... Tae - ভালোবাসা কি রে Jungkook ছেলেটা ঘাবড়ে যায় Taehyungর এমন কথায়। হঠাৎ এমন প্রশ্ন কেন করলো সে চশমাটা ঠেলে নিচের দিকে তাকিয়ে বললো, Jk - আমি কি করে বলবো ভাই? Taehyung পকেট থেকে সিগারেট বের করলো আরেকটা। পুড়ে যাওয়া তামাটে দুটো ঠোঁটের মাঝে চেপে ধরলো সেটা ম্যাচ দিয়ে জালিয়ে নিয়ে সেটা আবার পকেটে ভরলো। সিগারেটটায় দুটো টান দিয়ে বলল, Tae - খাবি? Jungkook নিতান্তই ভদ্র একটা ছেলে। বাইরে বন্ধুদের সাথে টুকটাক আড্ডা ছাড়া আর কিছুই করে না। সিগারেট তো ছুয়েও দেখেনি কখনো এরকম ভদ্র একটা ছেলে যে কি করে প্রেমে পড়লো বুঝেই আসছে না সে দুপাশে মাথা নেড়ে বলল, Jk - না Tae - কেন? একটু খেয়ে দেখ ভালো লাগবে। তোর ভেতরের চাপা কষ্ট এই ধোঁয়ার মতো আকাশে বিলীন হয়ে যাবে। নে ধর... Jungkook ভাবলো। সত্যিই কি তাই ধুমপান করলে ভেতরের কষ্ট সব হাওয়ায় বিলীন হয়ে যায় এটা কি আদোও সম্ভব যদি তাই হয় তাহলে অন্ত শুধু সিগারেটই খাবে আর কিছু খাবে না। দুঃখ গুলো বিলীন করার উদ্দেশ্যে হাত বাড়ালো Taehyungর এগিয়ে দেওয়া সিগারেটের দিকে তখনই হাতটা সরিয়ে আনলো Taehyung অধর ভাজে পুরে সেটাতে আরেকটা টান দিয়ে বলল, Tae - না থাক। তোর খেতে হবে না। পরে আবার অভ্যেস হয়ে যাবে। এগুলো খাওয়া ভালো নয়। মানুষ ম!রে যায়। Jk - তাহলে তুমি কেন খাও ভাই? Tae - আমি খাই আমার মনের সুখে Jk - তোমার মনে অনেক সুখ? Tae - হুম বলতে পারিস #foryou #foryoupage #taehyung #taehyungff #fyp
ব‌উজান <63> রাগে বিছানায় ছুড়ে Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality ব‌উজান <63> রাগে বিছানায় ছুড়ে Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.

My You Like It