𝐃𝐚𝐝𝐝𝐲'𝐬 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐑𝐞𝐛𝐞𝐥 𝐒𝟑 > sound effects free download

By ff_writter_towha

0 Downloads

2 weeks ago

9 seconds

ff_writter_towha Sound Effects

About 𝐃𝐚𝐝𝐝𝐲'𝐬 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐑𝐞𝐛𝐞𝐥 𝐒𝟑 > Mp3 Sound Effect

𝐃𝐚𝐝𝐝𝐲'𝐬 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐑𝐞𝐛𝐞𝐥 𝐒𝟑 > 𝟏𝟔 ‎Yn-এর সেই সফট স্মাইলটা Jungkook গভীরভাবে লক্ষ্য করল। ‎ ‎Jungkook – এভাবে হাসছো কেন, Princess? তোমার এ হাসি দেখলে নিজেকে উন্মাদ মনে হয়। ‎ ‎Yn – কারণ কাল থেকে সবকিছু বদলাবে। ‎ ‎Jungkook হালকা ঝুঁকে এল Yn এর কাছে, ‎ ‎Jungkook – বদলাবে… নাকি আমি বদলাবো? কোনটা? (দুষ্ট হাসি দিয়ে) ‎ ‎Yn ঠোঁটের কোণে হাসি রেখে ফিসফিস করে বলল, ‎ ‎Yn – হয়তো দুটোই। ‎ ‎Jungkook এক মুহূর্ত চুপ করে তার মুখের প্রতিটি অভিব্যক্তি পড়তে লাগল। ‎তার হাত ধীরে ধীরে Yn-এর পিঠে বুলিয়ে গেল। ‎ ‎Jungkook – তুমি যে ভয় পাও না, এটা আমি পছন্দ করি। ‎ ‎তার ঠোঁটে বাঁকা একরকম আনন্দমাখা হাসি ফুটে উঠল। ‎ ‎Yn – ভয় পাওয়ার সময় এখনো আসেনি। ‎ ‎কথাটা বলা মাত্রই Yn এর ভেতরে হৃদস্পন্দন যেন বেড়ে গেছে। ‎ ‎Jungkook হালকা হেসে বলল, ‎ ‎Jungkook – তাহলে কাল সকালে আমি তোমার সেই ‘ভয় পাওয়ার সময়’টা নিয়ে আসবো। জানো তো ভীত মানুষরা ভয় পেতে পেতে ধীরে ধীরে সাহসী হয়ে উঠে! ‎ ‎Yn একদম চুপ করে রইল।তার খুব অস্বস্তি লাগছে কিন্তু তা প্রকাশ করছে না। ‎ ‎Jungkook এর Yn কে দেখে মনে হলো ক্লান্ত। তাই Yn এর কপালে K!$$ করে বলল, ‎ ‎Jungkook – এখন যাও, বিশ্রাম নাও। কাল তুমি আর আগের মতো থাকবে না। ‎ ‎ ‎Yn ধীরে ধীরে উঠে দাঁড়াল, কিন্তু যাওয়ার আগে পেছনে ফিরে একবার তাকাল। ‎ ‎Yn – দেখা হবে সকালে, Daddy। ‎ ‎Jungkook সেই মুহূর্তে শুধু তাকিয়ে রইল, ‎তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল শিকারীর মতো তৃপ্ত এক হাসি। ‎ ‎Jungkook কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে স্পষ্ট বিস্ময়ের ছাপ। এমন পরিস্থিতি তার জীবনে কম আসেনি, কিন্তু আজকের মতো অনুভূতি আগে পায়নি। তার দৃষ্টি এক মুহূর্তের জন্য Yn-এর দিকে আটকে গেল—একটা অদ্ভুত কৌতূহল, মুগ্ধতা, আর সতর্কতার মিশেল। ‎ ‎Yn ঠোঁ~ট কা*ড়ে নিচের দিকে তাকিয়ে আছে। ‎ ‎Jungkook খুব ধীর কণ্ঠে বলল, ‎ ‎- তুমি… এত তাড়াতাড়ি আমাকে মেনে নিয়েছো, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। ‎ ‎Yn ভ্রু কুঁচকে তাকাল, কিছু বলল না। Jungkook এক পা এগিয়ে এল, কিন্তু স্পর্শ করলো না, নিজেকেই নিয়ন্ত্রণ করছে। ‎ ‎— তুমি ভয় পাচ্ছো, তাই না? ‎ ‎Yn ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। Jungkook-এর ঠোঁ~টে হালকা এক হাসি ফুটে উঠল, কিন্তু সেটা নরমও না, ঠান্ডাও না—বরং অদ্ভুতভাবে টানা। ‎ ‎— ভয় পেও না… আমি তোমাকে আঘাত করব না। ‎ ‎এক মুহূর্ত থেমে সে আবার বলল, ‎ ‎— কিন্তু তোমার চোখে যে ভরসা আমি দেখতে চাই… সেটা যদি একবার দেখি, তাহলে হয়তো আমি তোমাকে কখনো ছেড়ে দিতে পারব না। ‎ ‎Yn শ্বাস আটকে গেল, Jungkook-এর কথায় তার বুকের ভেতর চাপা কাঁপুনি ধরল। ‎ ‎Jungkook হঠাৎ করেই এগিয়ে এসে এত কাছে দাঁড়াল যে Yn-এর নিঃশ্বাস তার গলার কাছে লাগতে লাগল। তার চোখে সেই বিস্ময় এখন মিশে গেছে এক অদ্ভুত টান,সে নিজের ভেতরের অনুভূতিকে অস্বীকার করতে পারছে না। ‎ ‎Yn চোখ বন্ধ করে ফেলল, আর Jungkook নরম স্বরে বলল, ‎ ‎— তুমি আমার জন্য একটা রহস্য… আর আমি রহস্য অপূর্ণ রাখতে পারি না। ‎ ‎Yn ঘাবড়ে চোখ বন্ধ করে ফেলল।কোন সাড়া শব্দ না পেয়ে চোখ মেলে দেখে Jungkook চলে গেছে। ‎ ‎Yn ধীরে ধীরে বিছানায় গেল। বিছানায় শুয়ে পড়তেই ঘুম যেন অচেনা এক শান্তির মতো এসে তাকে জড়িয়ে ধরল। ‎ ‎অন্যদিকে Jungkook তার বাকি কাজ শেষ করছিল। ডেস্কে ফাইলের পাতাগুলো গুছিয়ে রাখল, ফোনে কয়েকটা বার্তা পাঠাল—সবকিছু করতে করতে অনেক রাত হয়ে গেছে। ‎ ‎রাত গভীর.. ‎ ‎ ধীর পায়ে তার রুমের দরজা খুলল। ‎চাঁদের আলো পর্দার ফাঁক দিয়ে এসে পড়েছে Ynর ঘুমন্ত মুখে। সেই নরম, শান্ত মুখ দেখে Jungkook কিছুক্ষণ দাঁড়িয়ে রইল,চোখ ফেরাতে পারছে না। ‎ ‎তার দৃষ্টি ধীরে ধীরে নেমে এল—ভ্রু, চোখের পাতা, আর হালকা খোলা ঠোঁটে। ‎ প্রথমবার সে লক্ষ্য করছে, এ মুখের প্রতিটা অংশ কতটা কোমল আর নিরীহ। ‎ ‎সে ধীরে এগিয়ে গিয়ে বিছানার পাশে বসে পড়ল। ‎তার আঙুল হালকা করে Yn-এর গালের একপাশ ছুঁয়ে দিল—শীতল আঙুলের স্পর্শে Yn এর ঠোঁট ঘুমন্ত অবস্থায় কিছুটা কেঁপে উঠল। ‎ ‎Jungkook নিচু হয়ে তার কপালে নরম এক চু~মু দিল। ‎চোখ বন্ধ করে এক সেকেন্ড থেমে রইল— নিজের ভিতরের অশান্তি শান্ত করার চেষ্টা করছে। ‎ ‎তারপর এসিটা বাড়িয়ে দিল যার ফলে Yn এর ঠান্ডা লাগতে লাগলো। উষ্ণতার অভাবে সে একটু নড়েচড়ে উঠলো আর এই সুযোগ কাজে লাগিয়ে Jumgkook কে নিজের বুকের সাথে মিশিয়ে তার পাশে শুয়ে পড়লো। উষ্ণতার কারণে Yn ও Jungkook কের সাথে মিশে থাকলো তার নিজের অজান্তেই। 500 copy link complete kore dio ❤️‍🩹 #daddy_little_rebel_s3 #ff_writter_towha #jeon_queen #unfrezzmyaccount #✧towkook࿐
𝐃𝐚𝐝𝐝𝐲'𝐬 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐑𝐞𝐛𝐞𝐥 𝐒𝟑 > Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality 𝐃𝐚𝐝𝐝𝐲'𝐬 𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐑𝐞𝐛𝐞𝐥 𝐒𝟑 > Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.

My You Like It