কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, sound effects free download

By muhammad.sazzad44

0 Downloads

1 weeks ago

0 seconds

muhammad.sazzad44 Sound Effects

About কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, Mp3 Sound Effect

কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, নিজেকে গুছিয়ে নিতে চেয়েছি। ভেবেছি, এই অবধি যা এলোমেলো কাজ, তা থাক। এইবার থেকে নূতন করে শুরু করবো। কিছুদিন ঠিক পথে চলেছে সব। একদম ঠিক সময়ে ঘুম ভাঙা, খাওয়া, কাজ। সব ঠিক ঠিক চলেছে। তারপর আবার সেই একরকম। নিজেকে গুছিয়ে রাখতে চাওয়া ছেলেটাই, স্বভাবদোষে আবার ছন্নছাড়া হয়েছে। ঘর বাঁধতে এসে দাওয়ায় বসে থেকেছে। দূরের নীল আকাশের দিকে চেয়ে রাজকন্যার গল্প শুনতে চেয়েছে। একমুঠো বেলি বা বকুল ফুল কুড়িয়ে যে ছেলেটা নিজের সম্পর্কের মানুষটার হাতে দিয়ে যত্নে আগলে নেয়, আমি বিশ্বাস করি না, সেই ছেলেটা চাইলেও সাজানো গোছানো হতে পারে। সত্যি বলতে, আমরা যারা আমাদের পরিবার আর প্রিয়জনকে যত্নে রাখার চেষ্টা করি, তারা সবার আগেই ছন্নছাড়া তকমা পাই। অবশ্য, এ নিয়ে আমাদের দুঃখ নেই। কাছে রাখতে চেয়েও হারিয়ে ফেলা যাদের ভবিতব্য, আমরা সেই দলের মানুষ। আমাদের স্বভাবে ভবঘুরে ভাব। আর সমাজ চাইছে আমরা গুছিয়ে থাকি, সময়ে সময়ে সব কাজ করতে থাকি। আমরা দ্বায়িত্ব বুঝি, তবে সময় বুঝি না। আর বুঝি না বলেই হয়তো অসময়ে হাত ও ছাড়ি না। সময় বুঝতে ক্ষতি নেই, তবে সময়ের মধ্যে জড়িয়ে গিয়ে ভবঘুরে মানুষটাকে অবহেলা করলে চলে না। যে ভবঘুরে, সে সবথেকে বেশী দ্বায়িত্ব নিতে জানে। যদি বলো, এতোটা জোর দিয়ে কীভাবে বলছো? আমি বলবো, আমি এরকম ই। ভবঘুরে, ছন্নছাড়া, আগলে রাখার মানুষ।।#viralvideos #unfrezzmyaccount #photography #newtrend #photomagic
কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality কতোবার আমি নিজের ছন্নছাড়া জীবনকে, Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.

My You Like It