টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, sound effects free download
0 Downloads
6 days ago
0 seconds
About টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, Mp3 Sound Effect
টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা-মাতা, ভাই-বোন কিংবা আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, মমতা ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান। আগে যেখানে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব-নিকাশে, সন্তান বাবা-মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায় টাকাই হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে। টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে মানবিকতার অবক্ষয় ঘটে। ভাইবোনের মধ্যে হানাহানি, পিতামাতার বার্ধক্যে উপেক্ষিত হওয়া, আত্মীয়তার জায়গায় ভওয়া শূন্যতা—এসব কিছুর মূল রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আসক্তি। তবে এ অন্ধকারের মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনও অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন।টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.