Taexstarr Mp3 Free Sound Fffects Download
Taexstarr Mp3 Sound Effects Free Download. Sound Effects Downloader To Help You Download The Highest Quality Taexstarr Mp3 Sound Effects Free Download For TikTok Videos. You Just Search Sound Effects And Download.
About Taexstarr Sound Effects
Miss Pauling is the best waifu 💙 | #tf #tf2 #tf2edit #edit #fyp #recommendations #aizen #aizensosuke #aizenedit p.s: original sound and idea by @RD
En sevdiğiniz bts şarkısı?✨#keşfet #LiveForTheChallenge #fyp #taehyung #edit #bts #taexstarr #bts #edit #taehyung @bts_official_bighit
Selam bacımsular😎🙌🏻#LiveForTheChallenge #keşfet #fyp #LiveForTheChallenge #taehyung #edit #bts #taexstarr #keşfet
#ре #тхстаррр #fypシ゚ #рекомендации #ночнойактив
Getting catfished on hinge and at restaurants 😭 #foodinfluencer #influencers #foodtiktok #FoodLover #foodies
#taehyung
y vos, ya tenes tu defensor eléctrico? envíos de tasers a todo Honduras. Preguntá por los varios tipos que tengo! o visita nuestra tienda virtual #honduras🇭🇳504 #tegucigalpa #sanpedrosula #soloenhonduras #hondurastiktok #gaspimientaparamujer #llaverosdefensapersonal
ig: sextar.ig
Take it from the starz - slowed + reverb #slowed #slowedandreverb #slowedsongs #slowedsounds #remix #fy #fyp #speedsongs #trendingsound
#♡অবুঝ_বউ♡ Pt~1 "আমার স্বামী আমাকে সহ্য করতে পারেনা। কিছু হতে না হতেই ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়। কথায় কথায় বলে, বেরিয়ে যাও। এবার তো সোজা বাড়ি থেকে বের করে দিল ঘাড়ধাক্কা দিয়ে। আজ দুই সপ্তাহ বাপের বাড়িতে পড়ে আছি। কোনো খোঁজখবর অব্দি নেয়নি। বলতে না বলতেই কেঁদে ফেললো Yn। বয়স উনিশ-বিশ হবে। এইটুকুনি একটা মেয়েকে এভাবে বাড়ি থেকে বের করে দেয়াটা ঠিক হলো? এই ধরণের পুরুষগুলো কি যে চায় তারা নিজেও জানে না। তাসলিমা খাতুন বললেন, --" এমন কেন তোমার বর? Yn গালমুছে বলল, Yn:"আমি গরিব ঘরের মেয়ে তাই সহ্য করতে পারে না। কেমন নাক সিটকায় সবকিছুতে। অহংকারী মানুষ। কোনোদিন আমার বাপের বাড়িতে পা রাখেনি আমরা গরিব বলে। আমার বাবাকে বলে ছোটলোক। তাসলিমা খাতুন বললেন, " এসব মোটেও ভালো না। অহংকার পতনের মূল। Yn বলল, Yn:"আমি কাউকে কিচ্ছু বলিনা। আমার বাবাকেও কিছু বলিনা উনি গালাগালি করেন বলে। একবার উনি গোলামের পুত বলে ডেকেছিলেন সেই থেকে যোগাযোগও বন্ধ করে দিতে বলেছেন কিন্তু আমি যোগাযোগ বন্ধ করিনি তাই আমাকে আরেকদফা অপমান করলো। আমি কাকে কি বলব বুঝে উঠতে পারছিনা। আমার শ্বাশুড়ি অতটা খারাপ না কিন্তু উনার ছেলের হয়ে কথা বলে প্রায়সময়। বলেন, তোমার শ্বশুর আমাকে রোজ মারতো। এত বদমেজাজি ছিল তারপরও আমি কি বাড়ি ছেড়ে চলে গেছি? সোয়ামির ঘর করতে গেলে মাটির দলার মতো নরম হয়ে থাকতে হয়। তাসলিমা খাতুন বললেন, তোমার প্রতি তার কোনো টান নেই? তুমি বুঝতে পারো না? Yn: না। টান থাকলে আমি মারধর খেয়েও পড়ে থাকতাম ওই বাড়িতে। পড়ে থাকবোই বা কি করে আমাকে তো ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিল। মুখের উপর গেইট বন্ধ করে চলে গেল। দারোয়ানকে বলল গেইট খুললে ওদের মুন্ডু কেটে নেবে। আমার গর্ভে বাচ্চা এসেছে তাই আমি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মামাতো বোন বললো বাচ্চা নষ্ট করে ফেলতে তাহলে ডিভোর্স হয়ে গেলেও সমস্যা নেই। আমি কি করব বলুন। যাই হয়ে যাক ওই লোকটার সাথে আর কোনোদিন বনিবনা হবে না আমার। যাদের সাথে সংসার করা যায় তাদের মতো না ওই লোকটা। এত অহংকার, দম্ভ যে মাটিতে পা পড়েনা। কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যাও, কিছু খেতে না চাইলে এত আহ্লাদ আসে কোথা থেকে, এত ছোটলোকের মতো চলাফেরা কেন, এসব কথায় জর্জরিত করে আমাকে। " তাসলিমা খাতুন বললেন, " তুমি আমার কাছে এসে ভালো করেছ। কিন্তু তুমি আমার কথা শোনো। বাচ্চার কথাটা জানিয়ে দাও তোমার হাসবেন্ডকে। " Yn বলল, Yn: জানে ভালো করে। " তাসলিমা খাতুন অবাক হয়ে বললেন, " জানার পরেও বের করে দিল? তোমার হাসবেন্ডের সাথে কি অন্য কারো সাথে অ্যাফেয়ার আছে? Yn:" থাকলে তো ভালোই হতো। কিন্তু সবাই তো আমার মতো গর্দভ নয়। আমাকে পেয়েছে কপাল করে। ওরকম দাম্ভিক অহংকারী দামড়া গন্ডারের সাথে জেনেশুনে কেউ নিজেকে জড়াবে না। আমার বাবা কি দেখে যে এত টাকাপয়সা ধারদেনা করে বিয়ে দিল আমি জানি না। এখন কিছু বললে ফোনের ওপাশে গোলামের পুত বলে চিল্লায়। কিন্তু মেয়ে জামাইয়ের সামনে গেলে সেই নেংটি ইঁদুরের মতো পালাই পালাই করে। তাসলিমা খাতুনের হাসি পেল কথাটায় কিন্তু উনি নিজের ভাবগাম্ভীর্যতা ধরে রেখে বললেন, Yn:" তোমার গায়ের রঙ শ্যামকালো। এটা বলে কি খোঁটা দেয় তোমাকে? Yn বলল, Yn: মাগোমা খোঁটা দেবে কেন? আমার চেহারায় কি মায়া। তাই তো এতদিন একটু হলেও আদর সোহাগ পেয়েছি। আর সেও অত সুন্দর কোথায়? আমার চাইতে একটু উজ্জ্বল রঙ। একটু কেন মানে বেশি সাদা এই বেডা, তাছাড়া গায়ের রঙ ফর্সা হলেই কি সুন্দর বলে তাকে? মুখটাকে সারাক্ষণ হনুমানের মতো করে রাখে। আমাকে দেখলেই নাকটাকে এমনভাবে তুলে রাখে যেন আমি তরতাজা পায়খানা। আর পায়খানার তাজা গন্ধে তার চারপাশ ভরে গেছে। তাসলিমা খাতুন নড়েচড়ে বসলেন। হাসলেনও। Yn তা দেখে বলল, Yn:" আমার কথায় হাসি পাচ্ছে আপনার? আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তা আপনাকে বলতে পারছিনা। আমি পরামর্শ নিতে এসেছি। পরামর্শ দিন। আপনার ফি অনেক। বারবার আসতে পারব না। তাসলিমা খাতুন বলল, " তুমি কোনো সমাধান না পেলে ফিসটা নিয়ে যেও যেহেতু তোমার শ্বাশুড়ি আমার ছোটবেলার বন্ধু হয়। Yn বলল, Yn:ওসব কথা ছাড়ুন। আমি কি করব সেটা বলুন। " তাসলিমা খাতুন বললেন, " আমার আরও প্রশ্ন আছে Yn। দেখো স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা খুব সহজ আবার খুবই কঠিন। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার হাসবেন্ড কোনো একটা কারণে তোমাকে সহ্য করতে পারে না। তুমি কখনো তার মন যুগিয়ে চলতে চেয়েছ? Yn বলল, Yn: অনেকবার। রাতে কি এমনি এমনি ভালোবাসতো? বলেই নিজে লজ্জা পেয়ে গেল। তাসলিমা খাতুন হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছু নেই। বলো। Yn বলল, Yn:শ্বাশুড়ি মা বলেছেন সেজেগুজে থাকতে। তাই রাতে সাজগোজ করতাম। কিন্তু সেই গন্ডার তো সাজগোছও পছন্দ করেনা। সেবার ভিমবার এনে দিল লিপস্টিক মোছার জন্য। ভাবতে পারেন? " তাসলিমা খাতুন বলল, " কি বলো? এতো রীতিমতো অত্যাচার? ★ সবাই তো বিয়ের আগের প্রেম বিয়ে নিয়ে কাহিনি পড় এবার পড় বিয়ের পর জেকে আর তার অবুজ বউয়ের কাহিনি #fyp